গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চলমান ভয়াবহ বন্যায় ৬ ইউনিয়নে আড়াই লাখ গবাদী পশু পানিবন্দি হয়ে পড়ায় তীব্র গো-খাদ্য সংকটের কারণে তাদের জীবন বিপন্ন প্রায়। এ ছাড়া সর্বত্রই দেখা দিয়েছে লাম্ফি ও খুড়া রোগ।
গত ২ সপ্তাহের অধিক সময় ধরে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নদী তীরবর্তি ৬ ইউনিয়নের মধ্যে বেলকা, হরিপুর, কাপাসিয়া ইউনিয়নের গোটা অংশ এবং কঞ্চিবাড়ী, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড বন্যার পানিতে ডুবে যায়। ঐ সকল ইউনিয়নের বন্যা কবললিত প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হলেও তাদের আয়ের অন্যতম উৎস্য গবাদী পশুর মধ্যে আড়াই লাখ পানিবন্দি হয়ে পড়ে। পানিবন্দি গবাদী পশু গুলোর জীবন বাঁচাতে অনেকে নিরলস চেষ্টা চালিয়ে সেগুলো বন্যা নিয়ন্ত্রণ বেরি বাধ, স্বজনদের বাড়ী, উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই দেয়। তবে বন্যার পানিতে গো-চারণ ভুমি ও গো-খাদ্য স্তপ খড় নষ্ট হয়ে যাওয়ায় গো-খাদ্য সংকট চরম আকার ধারন করে। ফলে খাদ্যাভাবে গবাদী পশুগুলোর অবস্থা এখন হাড্ডিসার হওয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এদিকে গবাদী পশুর মধ্যে ব্যাপক হারে লাম্ফি ও খুড়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। বন্যায় পানিবন্দি মানুষদের জন্য কমবেশি ত্রাণ বিতরণ হলেও গবাদী পশুগুলোর ভাগ্যে জোটেনি গো-খাদ্য। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার জানান, সরকারি ভাবে পানিবন্দি আড়াই লাখ গবাদী পশুর জন্য সরকারি ভাবে গো-খাদ্যের বরাদ্দ পাওয়া যায়নি। তবে নিজ উদ্যোগে বিভিন্ন এনজিওর কাছ থেকে ১ হাজার ৮’শ ৫০ পরিবারের গবাদী পশুর জন্য ৫০ কেজি হিসেবে গো-খাদ্যের ব্যবস্থা করেছি। লাম্ফি ও খুড়া রোগের প্রকোপ দেখা দিয়েছে বলে স্বীকার তিনি জানান, বন্যা কবলিত একাগুলোতে ভ্যাকসিনেশন টিম কাজ করছে। গবাদী পশু গুলোর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে।