গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহ ও কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা তার স্মৃতি আক্তার (৩০) নামে নিজ মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামের ঘাতক পিতা সারফুদ্দিন এ নির্মম হত্যাকা-ের ঘটনাটি ঘটিয়েছে।
নিহত স্মৃতি আক্তারের মা ছালেমা বেগম বলেন, সে (সারফুদ্দিন) ভবঘুরে। সে একাধিক বিয়ে করেছে। সংসারের প্রতি তার কোন মনোযোগ নেই। সে মানুষের কান কথা শুনে। আমাদের কথা না শুনে সে শুনে চাচাতো ভাই (সাবেক সার্জেন্ট) আবদুল বাতেনের কথা। গত আট বছর ধরে আমার স্বামী আমাদের এই সংসারের প্রতি তার কোন মনোযোগ ছিল না। মাঝেমধ্যে বাড়িতে আসে, আবার চলে যায়। হত্যাকা- ঘটানোর ২০ দিন আগে সে তার ছোট ভাই রেফাজ উদ্দিনের বাড়িতে থাকতো। মাঝেমধ্যে বাড়িতে আসতো, এসেই অশান্তি সৃষ্টি করতো। বৃহস্পতিবার সকালে রেফাজ উদ্দিনের বাড়ির পাশে কাঁঠালবাগান থেকে কাঁঠাল পাড়তে আমি ও আমার মেয়ে স্মৃতি আক্তার যাই। সেখানে আমার স্বামী এসে আমাদের কাঁঠাল পারতে বাধা দেয়। আমি দুটি কাঁঠাল নিয়ে বাড়িতে আসি। স্মৃতি তখন ওখানেই ছিল। আমার স্বামী হাতে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে তার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পাই। আমার স্বামীকে দৌড়ে পালিয়ে যেতে দেখি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারফুদ্দিন জানা মতে ৪টি বিয়ে করেছেন। নিহত স্মৃতি আক্তার তার প্রথম সংসারের ছোট মেয়ে। সারফুদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিলেও স্ত্রী তার সন্তানদের নিয়ে সারফুদ্দিনের বাড়িতেই থাকে। আর সারফুদ্দিন তার ছোট ভাই রেফাজউদ্দিনের বাড়িতে থাকে। সকালে স্মৃতি আক্তার তার মাকে নিয়ে রেফাজউদ্দিনের বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে গেলে সেখানে সারফুদ্দিন যায়। পরে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সারফুদ্দিন তার হাতের দা দিয়ে স্মৃতি আক্তারকে এলোপাতাড়ি ৪/৫ টি কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে সারফুদ্দিন তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্মৃতি আক্তারের মৃতদেহ উদ্ধার করে।
সূত্র আরো জানায়, স্মৃতি আক্তারের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ধুবুরিয়া গ্রামে গত ৮ বছর আগে বিয়ে হয়। তার স্বামী সাইফুল ইসলাম দুবাই প্রবাসী। স্মৃতি আক্তারের পাঁচ বছরের মেয়ে সিনহা আক্তার ও তিন বছরের ছেলে আয়ান রয়েছে। গত কোরবানির ঈদে তারা মায়ের কাছে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কাঁঠাল বাগানের গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে গেলে সেখানে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, পারিবরিক কলহের কারণে বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক পিতা ৪টি বিয়ে করেছেন বলে জানা গেছে। নিহত মেয়ে তার প্রথম সংসারের। ঘটনার পর থেকে বাবা পলাতক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা ছালেমা বেগম বাদী হয়ে ঘাতক বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।