ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানির নীচের ফসলি জমিতে ড্রেজারের মাটি চাপায় নিখোঁজ হয়েছে দেলোয়ার হোসেন ও মনছুর নামের দুই শ্রমিক। উপজেলার কালিকচ্ছ পশ্চিম বন্দের হাসান শাহ'র মাজার সংলগ্ন মাঠে গত বুধবার দিবাগত রাত ১২ টার পর এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছেছন সরাইল ফায়ারব সার্ভিসের একটি দল। সকাল ১১টা পর্যন্ত ডুবুরিরা নিখোঁজ ২ শ্রমিককে উদ্ধার করতে পারেননি। ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কালিকচ্ছ ইউনিয়নের ওই এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে বেশ কয়েকটি ড্রেজার পানির নীচের ফসলি জমি থেকে মাটি কাটছেন। ওই মাটি (টপসয়েল) গুলো রাতের অন্ধকারে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। গত বৃহস্পতিবার রাতে সিদ্বেশ্বরী গ্রামের হুমায়ুন মিয়ার ড্রেজার মাটি কাটছিল। এ সময় দেলোয়ার ও মনছুর নামের দুই শ্রমিক মাটি চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। পানির নীচে হওয়ায় অনেক চেষ্টা করেও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে পারেননি। আজ সকাল ১০টার দিকে ডুবুরি নিয়ে রিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেন সরাইল ফায়ার সার্ভিসের একটি দল। সেখানে হাজির হয়েছেন জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাস। রিয়াজ মোহাম্মদ জানান, সকাল ১১টা ৫ মিনিটে একজনের লাশ উদ্ধার হয়েছে। এখনো আরেকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।