ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্টান্ডে এবং বরিশাল-বানারীপাড়া সড়কের শিমুলতলা নামকস্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, মায়ের হাত ধরে বাজারে আসার পথে দৌঁড়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাহাদাত ফরাজী (৮) নামের এক শিশু নিহত হয়েছেন। নিহত শাহাদাত উপজেলার ভরসাকাঠী গ্রামের সোহাগ ফরাজীর ছেলে।
অপরদিকে বরিশাল-বানারীপাড়া সড়কের শিমুলতলা নামকস্থানে রাস্তা পারাপারের সময় টমটমের চাঁপায় সেলিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সেলিনা উপজেলার সলিয়াবাকপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক জাকির হোসেন রতন খানের স্ত্রী।