গ্রামের সহজসরল মানুষসহ শিক্ষার্থী, শিক্ষকদের দূর্ভোগ নিরসনে ব্যক্তিগত অর্থায়নে স্কুল ও গ্রামের কাঁচা রাস্তা পাঁকাকরণ করলেন তরুণ শিল্পপতি ও সমাজসেবক স্বপ্নীল চৌধুরী সোহাগ। ব্যক্তিগত উদ্যোগে এ মহৎ কাজ করায় এলাকার মানুষ ও শিক্ষক, শিক্ষার্থীরা বেজায় খুশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ খোকন চৌধুরীর ছেলে স্বপ্নীল চৌধুরী সোহাগ তরুণ বয়সেই ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সঠিক পরিকল্পনা, মেধা ও শ্রম এক সাথে কাজে লাগিয়ে তিনি আজ একজন সফল ব্যবসায়ি ও শিল্পপতি। দেশের অন্যতম পোষাক ব্র্যান্ড ব্লু ড্রীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্লু ড্রীম গ্রুপ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানিও সরবরাহ করে থাকে।
নির্বাচিত জয়িতা ও লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি বলেন, উলা গ্রামটিতে সহজ-সরল মানুষের বসবাস। বেশিরভাগই কৃষিজীবি। তরুণ প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে সেটা অনুধাবন করেছেন শিল্পপতি স্বপ্নীল চৌধুরী সোহাগ। তাই গ্রামের মাঝেই নিজ জমিতে গড়ে তুলেছেন চৌধুরী মাঠ। যেখানে ফুটবল, ক্রিকেট সহ গ্রামীণ খেলাধুলা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। যেখানে শিশুসহ আবাল-বৃদ্ধ-বনিতা স্বাচ্ছন্দে সময় কাটাতে পারেন।
দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা বলেন, বিদ্যালয়ের প্রধান গেট থেকে মূল ভবন পর্যন্ত প্রায় ১২০ ফুট লম্বা রাস্তায় ইটেরসলিং বেছানো ছিলো। বর্ষায় ওই রাস্তায় কাঁদা-পানি জমতো। শিক্ষার্থী ও শিক্ষকদের চলাচলে সমস্যা হতো। বিদ্যালের প্রাক্তন মেধাবী ছাত্র স্বপ্নীল চৌধুরী সোহাগ নিজ অর্থায়নে সেই রাস্তাটুকু পাঁকাকরণ করেছেন। রাস্তার দু পাশের্^ ফুল বাগান করছেন। তার এ মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানাই। শিক্ষার্থীরা বললেন, সোহাগ ভাই আমাদের স্কুলের রাস্তা পাঁকা করে দেয়ায় উপকৃত হচ্ছি। তিনি ভালো মনের মানুষ। মানুষের সেবা করেন বিনা স্বার্থে।
উলা গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে, একশত বছরের পুরানো কাঁচা সড়কে ইটের সলিং করা হয়েছে। রাস্তাটি উলা দক্ষিণ পাড়া মসজিদের সামনে থেকে নোয়াগ্রাম মোড় পর্যন্ত। অন্তত পাশর্^বর্তী দশ গ্রামের মানুষ সহজে ও অল্প খরচে লোহাগড়া সদরে, দিঘলিয়া বাজারে, এড়েন্দা বাজারে, মহাজন বাজারে যেতে পারবেন। গ্রামের মানুষরা বেজায় খুশি। তারা বললেন, ব্যক্তিগত টাকায় স্বপ্নীল চৌধুরী সোহাগ মানুষের কল্যাণে কাজ করছেন।
ব্লু ড্রীম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ বলেন, আমি মৃত্যুর আগে রাজনীতি করবো না। মানুষের সেবা করতে পারলে মনে তৃপ্তি পাই। আমি ব্যবসায়ী মানুষ। মানুষ সেবার মাঝে কোন ব্যবসা থাকতে পারে না। মহান আল্লাহ আমাকে মানুষের সেবা করবার সুযোগ ও সামর্থ দিয়েছেন তাই করছি। এলাকার উন্নয়ন হোক।