দিনাজপুরের কাহারোল উপজেলার প্রাণ কেন্দ্র অবস্থিত কাহারোল ফাজিল মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৮০ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠানলগ্ন হতে এলাকার বিত্তশালীরা শিক্ষা প্রতিষ্ঠানটিকে আর্থিক সহযোগিতা করে দাড় করিয়েছেন। তিলে, তিলে শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চ শিখড়ে আহরণ করেছে। বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষকদের মধ্যে গ্রুপিং সভাপতি সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দূরত্ব থাকার কারণে প্রতিষ্ঠানটি দিন, দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রশাসনিক কাঠামো ভেঙ্গে পড়ার কারণে দিন, দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। শিক্ষার মান নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। মাদ্রাসার শিক্ষকেরা সামনে চায়ের দোকানে বসে রীতিমত চা খান। এদিকে ভালো চোখে দেখেন না সচেতন অভিভাবকগণ। মাদ্রাসাটিতে বিভিন্ন মামলা মোকর্দ্দমা থাকার কারণে অধ্যক্ষ নিয়োগ সহ অন্যান্য পদে নিয়োগ বন্ধ রয়েছে। অধ্যক্ষের পদ শূণ্য থাকার কারণে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের পড়ালেখা এবং মাদ্রাসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবানে বিঘিœত হচ্ছে। প্রায় ১১ মাসেও অধ্যক্ষ নিয়োগ দিতে পারেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। পরিপত্রে দেখা যায় ১ বছরের মধ্যে বিধি অনুযায়ী অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। কিন্তু কাহারোল ফাজিল মাদ্রাসা আজ পর্যন্ত অধ্যক্ষ নিয়োগ দিতে পারেননি। প্রায় ৪ মাস যাবৎ গভর্ণিং বডির কোন সভা অনুষ্ঠিত হয়নি। এ ব্যাপারে কাহারোল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, আমি ১৫/১২/২০২১ সালে উপধ্যক্ষ পদে নিয়োগ পাই। পরবর্তীতে ২৮/০৮/২০২৩ইং তারিখে গভর্ণিং বডির রেজুলেশনের আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে যাচ্ছি। এক প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের প্রতিনিধিকে বলেন, আদালতে মামলা থাকার কারণে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া যায়নি। ৪ মাস থেকে গভর্ণিং বডির মিটিংয়ের কথা জিজ্ঞাসা করা হলে সময়ের অভাবে মিটিং ডাকা সম্ভব হচ্ছে না। অপরদিকে গভর্ণিং বডির সভাপতি মোঃ আশরাফুল হক বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অনেকবার মিটিং ডাকার কথা বলা হলেও তিনি আমার কথায় কর্ণপাত করেন না। বর্তমান সভাপতি নির্বাচিত হইবার পর মাদ্রাসার বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তার চেষ্টা অব্যহৃত রয়েছে। এক প্রসঙ্গে তিনি বলেন, ভালো কাজের জন্য দক্ষ লোকের প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে দক্ষ লোক থাকলে সমস্যা হতো না। মিটিং প্রসঙ্গে তিনি বলেন মিটিং বন্ধ করেছেন অধিকাংশ শিক্ষক মিটিং না করার তারা দরখাস্ত দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বরাবরে। তিনি আরও বলেন যারা মিটিং বন্ধের জন্য দরখাস্ত দিয়েছেন চাকুরীবিধি লঙ্ঘনের সামিল। কার্য্যনির্বাহী কমিটিকে অমান্য করা দৃষ্টিচার করার সামিল। কাহারোল উপজেলার সচেতন মহলের দাবি বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের দুষ্টি আর্কষণ করছেন। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সচেতন মহল জোরদাবি জানান প্রশাসনের নিকট।