ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে বুধবার বিকাল ৫টায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা-২০২৪খ্রি. অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় চরভদ্রাসন ইউনিয়ন একাদশ ৬-০ গোলে চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।
এ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল কিন করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন ও তানজিনা আক্তার খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী ও বদরুজ্জামান মৃধা প্রমূখ। খেলা শেষে বিজয়ী চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ খান বলেন,“ আমাদের এ বিজয়ের ধারা অব্যাহত রাতে হবে এবং আজকের এই উদীয়মান খেলোয়াররা ভবিষ্যতে ফুটবল বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে”।
জানা যায়, এ ফাইনাল খেলার প্রথমার্ধে চরভদ্রাসন ইউনিয়ন একাদশ পর পর তিনটি গোল করে এগিয়ে থাকেন। পরবর্তিতে দ্বিতীয়ার্ধের খেলায় একই দল আরও তিনটি গোল করে মোট ৬-০ গোলে চরহরিরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে চরভদ্রাসন ই্উনিয়ন একাদশ শিরোপা জিতে নেন। এ ফাইনাল খেলায় চরভদ্রাসন ই্উনিয়ন একাদশ দলের ৭নং জার্সিধারী খেলোয়ার শান্ত হোসেন একাই পর পর তিনটি গোল করে হ্যাট্রিক করেন।
এ ফুটবল খেলার প্রধান রেফরিংয়ের দায়িত্ব পালন করেন সাইফ দোহা। এ ছাড়া মোঃ মিনার বিশ্বাস, মোঃ আশরাফুল ও আবুল হাসান সহকারী রেফরিংয়ের দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্য দেন স্থানীয় স্বনামধণ্য ভাষ্যকার মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, শেখ সাজ্জাত হোসেন সাজু ও মোঃ জাহাঙ্গীর হোসেন।