ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকা থেকে বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় অজ্ঞাত যুবকের (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনূজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।