কিশোরগঞ্জের নিকলীতে পানিতে ডুবে কালা চাঁন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ১১দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কালা চাঁন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিকলী থানার ওসি মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে শিশু কালা চাঁন নিখোঁজ হওয়ার পর খাঁজাখুঁজি শুরু করেন মা-বাবা। কোথাও না পেয়ে বাড়ির পাশে ধনু নদীতে কালা চাঁনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নিকলী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।