ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। দলের ক্রান্তিকালে বারংবার দলের হাল ধরেছেন, সাথে বরন করেছেন শতাধিক মামলা ও বিভিন্ন সময় একাধিক হামালার শিকার হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত গাজেম আলী মন্ডল ও মাতা চেয়ারুন নেসা। সাত ভাই ১ বোনের মধ্যে তিনি ষষ্ঠ। বর্তমান সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন ইসরাইল। ১৯৬৮ সালে রাজনীতিতে হাতেখড়ি নলডাঙ্গা ভূষন হাইস্কুলের গন্ডি থেকে। পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ন দায়িত্ব। ১৯৭১ সালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারন সম্পাদকসহ সহ-সভাপতির দায়িত্ব। পরবর্তীতে কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত হন। রাজনীতিতে তার ত্যাগ বেশ আলোচিত।
রঙাঙ্গনের এই বীর সেনানি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর ১৯৭১ সালে মুজিব বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে করেছিলেন দখলমুক্ত। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের পক্ষের শক্তি যোগাতে মরিয়া ছিলেন ইসরাইল। মানসিক ও শারিরিক ভাবে ক্ষতবিক্ষত হয়েছেন অনেকবার। ১৯৭৭ সালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৮৪ সালে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনিত করেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে বাছাই পর্বে বাতিল হন। মনোনয়ন থেকে ছিটকে গেলেও দলের সাথে বেইমানি বা দলছুট হননি কখনো। ১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলন, ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি এক একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছেন। আসামি হয়েছে শতাধিক মামলার। কালীগঞ্জ উপজেলার এক সময়ের দাপুটে এ নেতা রায়গ্রাম ইউনিয়ন পরিষদে ২ বার চেয়াম্যানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ এ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত দুই জন সংসদ সদস্য প্রায়ত হলে বর্ষীয়ান নেতা ইসরাইল হোসেনের নাম আলোচনায় উঠে আসে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগে শৃংখলা ফেরাতে করনীয় ও রাজনীতিতে আপনার অবস্থান কি? প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। তাই এখানে গ্রুপিং থাকবে। তবে আমি দলকে শৃংখল রাখতে আমি বরবরাই কাজ করেছি, এখনো করছি। অপর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে মনোনিত করলে অবশ্যই দলের প্রতি আনুগত্য হয়ে সবাইকে নিয়ে কাজ করবো। এবং এ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে শৃংখলা ফিরাবো।