“রেণু পোনা নিধন বন্ধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষার অভিযান। এরই ধারাবাহিকতায় বুধবার ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার শাপলা বিলের শাহাজাদাপুর অংশে ও তিতাস নদীতে অভিযান পরিচালিত হয়েছে। ইউএনও’র দপ্তর সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে নদী ও বিলে অনুষ্ঠিত অভিযানটি প্রায় ৩ ঘন্টা চলে। অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ১০টি রিং জাল ও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান টিমে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুকসুদ হোসেন ও সরাইল থানার এস আই অজিদ দে। নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, এই ধরণের অভিযান এখন অব্যাহত থাকবে।