সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এই অগ্নিকাণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এ সময় গাড়িটির কিছু অংশ দুমড়েমুচরে যায় এবং সাথে সাথে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা ৫ জন গাড়িতে আটকা পড়ে।