পাবনার সুজানগরের হাট-বাজারে অস্বাভাবিক দামে কচু বিক্রি হচ্ছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি কচু ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতিকেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫টাকা দরে। এ হিসাবে ১কেজি কচুর দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী সুজিদ কুমার সাহা বলেন বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে কচুর দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ২কেজি চালের দামে ১কেজি কচু পাওয়া যাচ্ছে। উপজেলার বোনকোলা গ্রামের আজাহার আলী মোল্লা বলেন বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতিকেজি কচুর দাম ৮০ থেকে ৯০টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা। এমনকি কচুর বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান।