রংপুরের পীরগাছায় প্রাথমিক পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব গাছের চারা বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
মিশন গ্রিন বাংলাদেশ এর আয়োজনে এবং জি সি আই বাংলাদেশ, বনায়ন ও ব্লাডম্যান এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সুইটি, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুছ ছালাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আবদুল মাজেদ প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর বাস্তবায়নে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমদেবু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রিয়েটিভ মডেল স্কুল, নেকমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকমামুদ আইডিয়াল মডেল মাদ্রাসাসহ ১০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এসব গাছের চারা বিতরন করা হয়।