বুধবার বিকাল ৩ টায় রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস কাহারোলের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ অনুর্ধ্ব/১৭ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জাকারিয়া জাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম ফারুক ও কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী।