নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরফকিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জায়দল হক কচি বলেছেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর একটি সন্ত্রাসী ও কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এলাকায় সন্ত্রাসী ও অনিয়মের সাথে জড়িত আছে বলে একাধিক সূত্রে জানা যায়।
তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় তাঁর নিজ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিতভাবে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চরফকিরা ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান কচি বলেন, ৫ জুন চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালির দানু মিয়াজী বাড়ীর দরজায় দালান নির্মাণকে কেন্দ্র করে রাত ১১ টায় মোঃ সবুজ ও মামুন ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনার জের ধরে পরের দিন সকালে মামুনের ভাই ও তার সাঙ্গ পাঙ্গরা সবুজকে দোকান থেকে ধরে এনে অমানবিকভাবে মেরে আমার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে আসে। তাৎক্ষণিক কার্যালয় থেকে নেমে আমি তাদের সবাইকে দৌড়ে দৌড়ে মেরেছি যাহা চাপরাশিরহাট বাজারের সবাই দেখেছে।
এ ঘটনায় ১১ জুন মঙ্গলবার বিচারের তারিখ নির্ধারণ করেছি, আমি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক এ সময়ে সন্ত্রাসী ও কুচক্রী মহলটি এ বিচারকে বাধাগ্রস্থ করার জন্য মানববন্ধন করে। এরপর আমি বিচারের জন্য পর্যায়ক্রমে আরও ৪ টি তারিখ নির্ধারণ করি। কিন্তু তারা হাজির হয়নি।
তিনি বলেন, এ চরফকিরা ইউনিয়নের অতীতের অনেক সুনাম আছে। আমি চেয়ারম্যান এর দ্বায়িত্ব গ্রহণ করার পর থেকে যখনই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাচ্ছি, জনগণের অধিকার বাস্তবায়ন করতে যাচ্ছি, ঠিক এ সময়ে একটি কুচক্রী ও সন্ত্রাসী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সুনাম নস্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এ চেয়ারে আছি ইনশাআল্লাহ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, জনগণের সুখ-দুঃখে তাদের পাশে থাকব।