কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের রাস্তা নির্মান কাজের মালামাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেখে দেওয়ায় শিক্ষার্থীরা এখন খেলা ধুলা করতে পারছে না। উপজেলার খড়াশুনি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণ সামগ্রী রাখার রাখায় বিদ্যালয়ে পাঠদানের ও মারাতœক সমস্যা হচ্ছে।খড়াশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে রাখা হয়েছে রাস্তার কাজের নির্মাণ সামগ্রী।গত ৫ জুলাই রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই স্কুল মাঠে ফেলে রেখেছেন বালু, ইটের কংকর, পাথর ও বুলডোজার। এতে খেলাধুলা ও স্কুলে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী ইটের কুচির আঘাতে আহত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান স্কুল মাঠে নির্মাণ সামগ্রী ফেলে রাখলেও সেগুলো সরানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর।
মাঠের একটি বড় অংশ জুড়ে ফেলে রাখা হয়েছে পাথর। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। মাঠের ভেতর রয়েছে ভারী-ভারী যন্ত্র। মাঠের মধ্যে ওঠা-নামা করছে পাথর বোঝাই ট্রাক ও ভারী যন্ত্র। মাঠটির পশ্চিম পাশে রাস্তার সঙ্গে পাথর-বালু মিশ্রনের জন্য প্লান্ট মেশিন বসানো আছে। বিকট শব্দে চলছে সেটি স্কুলে পাঠদানে সময় শিক্ষার্থীরা কোন কিছুই শুনতে পারছে না। রাস্তার সঙ্গে মাটি খুঁড়ে পিচ (বিটুমিন) গলানোর চুলা স্থাপন করা হয়েছে। নির্মাণ সামগ্রীর ধুলাবালি এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র কালো ধোঁয়ায় যেন ওই এলাকা আচ্ছন্ন হয়ে আছে। এতে করে মাঠের চরম ক্ষতি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছে চরম স্বাস্থ্যঝুঁকিতে।
কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের তৈলকুপ স্কুল মাঠের সামনের রাস্তার কাজ চলছে। যা খড়াশুনি থেকে ৪/৫ কিলোমিটার দূরের পথ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, তাদেরকে না জানিয়ে এগুলো করা হচ্ছে। ৫ জুলাই রাতের আঁধারে সংশ্লিষ্ট ঠিকাদার এসব মালঅমাল ফেলেছে। এ বিষয়ে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিক ভাবে জানিয়েছেন।
মাঠ সংলগ্ন খড়াশুনি গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, খেলার মাঠে নির্মাণ সামগ্রী রাখাসহ পরিবেশ দূষণকারী টায়ার পুড়িয়ে বিটুমিন গরম করার সময় দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে যাচ্ছে। প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। আশপাশের এলাকার ভেতরে ছেলে মেয়েদের একটি মাত্র খেলাধুলার মাঠ এটা।
এভাবে খেলার মাঠ বন্ধ থাকায়, শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। স্কুল মাঠ দখল করে সড়কের নির্মাণ সামগ্রী রাখার প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। শুরুর পর থেকে থেকে ধীরে ধীরে কাজটি চালাচ্ছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্কুল মাঠে রেখে যায় নির্মাণ কাজের জন্য আনা ইট, বালু-পাথর, বিটুমিনের ড্রাম এবং একটি বুলডোজার। স্কুল মাঠের অর্ধেকেরও বেশি অংশ জুড়ে ফেলে রাখা হয়েছে ইটের কংকর, পাথর ও পিলার। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথর ও ইটের কংকর। মাঠের এক কোণে রাখা হয়েছে বুলডোজার। ছোট ছোট ইটের কংকর ছড়িয়ে পড়েছে পুরো মাঠে। বন্ধ হয়ে গেছে খেলাধুলা। আর একটু বাতাস হলেই উড়ছে ধুলো। শ্রেনি কক্ষে জমা হচ্ছে ধূলার আস্তরণ। সড়কের নির্মাণ সামগ্রী রেখে চলছে পিচ কার্পেটিংয়ের পাথর মিশ্রনের কাজ। পাশেই আগুন জ¦ালিয়ে গোলানো হচ্ছে বিটুমিন। এতে কালো ধোঁয়ায় শ্বাসকষ্টসহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের ক্লাস। কিন্তু নির্দেশের তোয়াক্কা করেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এ ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই এসব নির্মাণ সামগ্রীী রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে বিটুমিন গলানোর গন্ধে ক্লাসে বসা যাচ্ছে না। কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। মেশিনের শব্দে ক্লাসে স্যারদের কথা বোঝা যাচ্ছে না। আমরা মাঠে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে পারছি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বলেন, ঠিকাদারের লোকজন আমাদের অনুমতি না নিয়ে নির্মাণ সামগ্রী রেখে কার্যক্রম চালাচ্ছেন। বিদ্যালয় চলাকালীন বিটুমিন গলানোর গন্ধ ও কালো ধোঁয়ায় শিশু শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা হচ্ছে। বাচ্চারা মাঠে খেলাধুলা করতে পারছে না। ঠিকাদারের লোকজনকে নির্মাণ সামগ্রী বারবার অনুরোধ করে সরিয়ে নিতে বললেও তাঁরা সরাচ্ছেন না। অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। এ কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংবাদ না ছাপানোর জন্য বলা হয়।নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রিপন জানান, বিষয়টি আমি অবগত আছি। তাদেরকে একাধিকবার বলাও পরেও তারা কোনো গুরুত্ব না দেওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামান জানান, বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। আমি ছুটিতে থাকায় ব্যবস্থা নিতে পারছি না। অফিসে এসে বিষয়টি দেখব।