চট্টগ্রামের চন্দনাইশে বুধবার আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে শিশুসহ ৪জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো হারলা গ্রামের -সাকিবুল হাসান (২০), পূর্ব জোয়ারার ইয়াছিন আরাফাত বাপী (১৯) এবং দুই শিশু রবিউল হোসেন সাঈম (১৭) ও সাকিবুল ইসলাম (১৬)। ঘটনার বিবরণীতে জানাজায় বরমা ডিগ্রি কলেজের আসিফ নামের এইচএসসি পরীক্ষার্থী আগের দিন হিসাববিজ্ঞান পরীক্ষা শেষে সদরস্থ মহিলা কলেজ কেন্দ্রে থেকে বাড়ি ফেরার সময় গতিরোধ করে কেন্দ্র সংলগ্ন মাদ্রাসার চিপা গলিতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই পরীক্ষার্থী বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা করেন-যার নং-৫। তার প্রেক্ষিতে বাদির শনাক্তের মাধ্যমে শিশুসহ ৪জনকে আটক করে বিঞ্জ আদালতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।