পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় রিমেলে চরম ধ্বংসযজ্ঞের ক্ষত আজও কাটিয়ে উড়তে পারেনি উপজেলার সাধারণ মানুষ। সারা দেশের মত কাউখালীতেও ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি গাছপালা ও ব্রিজ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাকুর গ্রামের খলিলুর রহমান হাওলাদারের বাড়ির সামনের কাঠালতলা খালের উপর থাকা ব্রিজটি ভেঙ্গে খালের মাঝে পড়ে যায়। ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বিশাল আকৃতির একটি রেন্ট্রি গাছ উপড়ে ব্রিজের উপরে পড়লে ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে খালে পড়ে যায়।
ফলে ওই খাল দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খালের মাঝখানে সাঁকো ভেঙ্গে যাওয়ার কারণে নৌকা ও ট্রলার চলাচল করতে পারছে না। এই খালে ব্রিজ ভেঙ্গে পড়ার কারণে বিকল্প কোন পথ না থাকায় আমরাজুরি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাথে কাউখালী উপজেলার সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা সদর থেকে সন্ধ্যা নদী পার হয়ে ব-দ্বীপ খ্যাত সয়না ও আমড়াজুড়ি ইউনিয়নে যেতে হয়। উপজেলার সাথে এই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। উপজেলার দক্ষিণ বাজার চিরাপাড়া নদীর মোহনা থেকে খেয়ার ট্রলার ছেড়ে গিয়ে কাঁঠালতলা খালের মোহনায় যাত্রীদের নামিয়ে দেয়। এখান থেকে মানুষ মেকপাল, সোনাকুর, সয়না, রঘুনাথপুর সহ বিভিন্ন গ্রামে যাতায়াত করে। ব্রিজ পার হয়ে সহ যেতে হয় ই.জি.এস শিক্ষা নিকেতন, রঘুনাথপুর স্কুল, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ, রঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসা, সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। অথচ কাঠালতলা খালের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙ্গে পড়ায় স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক সহ সাধারণ মানুষ ও কৃষকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘূর্ণিঝড় রিমেলের তান্ডব দেড় মাস আগে শেষ হলেও সাধারণ মানুষের ভোগান্তি আজও লাগব হয়নি। এমনকি খালের ভিতরে ভেঙ্গে পরা ব্রিজ কর্তৃপক্ষ অপসারণ করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে স্থল পথ ও পানিপথে চলাচলের সাধারণ মানুষের চরম ভোগান্তি হয়। এ ব্যাপারে আমরাজুরি ইউনিয়নের গন্তব্য মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি তরুণ সমাজসেবক রাসেল হোসেন বলেন সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরাজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন বলেন, এই জন গুরুত্বপূর্ণ সাঁকোটি অবিলম্বে মেরামতের উদ্যোগ নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে চলাচলের ভোগান্তি দূর করতে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।