সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের উভয়প্রান্তে যানবাহন আটকে পরে। ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।