কক্সবাজারের রামুতে বসত বাড়িতে হানা দিয়ে ৪টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোর। রোববার ৭ জুলাই দিবাগত রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বারাইয়া পাড়া এলাকার মমতাজুল হকের ছেলে নুরুল আবছারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, গৃহকর্তা নুরুল আবছার।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোববার দিবাগত রাতে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়লে অজ্ঞাতনামা চোরের দল নুরুল আবছারের বসত ভিটায় স্থিত গোয়াল ঘরে থাকা ৪টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরু চারটির মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। পরদিন সোমবার বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও গরুগুলির সন্ধান মিলেনি। চুরি হওয়া গরুর মধ্যে ১টি লাল রঙের গাভী, ১টি লাল বাছুর, ১টি কালো রঙের গাভী ও ১টি কালো রঙের বাছুর রয়েছে।
চুরি হওয়া গরুগুলোর মালিক নুরুল আবছার জানান, চুরির ঘটনায় তিনি পরদিন সোমবার সকালে রামু থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশের কোন সদস্য ঘটনাস্থলেও যায়নি, তাদের সাথেও যোগাযোগও করেনি। এ কারণে তিনি হতাশা প্রকাশ করেছেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, এ ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি পুলিশ দিনে না যায়, তাহলে রাতের মধ্যেই যাবে।
উল্লেখ্য গত একমাসে রামুর জোয়ারিয়ানালা, রশিদনগরসহ বিভিন্ন স্থানে আরও একাধিক গরু চুরির ঘটনা সংগঠিত হয়েছে। একের পর গরু চুরির ঘটনায় প্রান্তিক খামারিরা আতঙ্কে রয়েছে।