ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালক অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের টুর্নামেন্টের খেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবাইয়া ইয়াসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ.এস.এম মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ঢালী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। উদ্বোধনী খেলায় উপজেলার বারবাড়িয়া ইউনিয়ন ৬-০ গোলে মশাখালী ইউনিয়নকে হারিয়ে জয়ী হয়।