মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিকরগাছা সদর ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় 'রিমাল' এ ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। প্রতি ইউনিয়নে ১০০ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সর্দার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য শাহেদুর রহমান শিপলু, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর একরামুল হক খোকন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, সাবেক কৃষকলীগ নেতা আবদুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন, শহিদুল ইসলাম, ওহিদুজ্জামান পিয়াস সহ ইউপি সদস্যবৃন্দ।