যশোরের ঝিকরগাছায় বসতবাড়ির জমির দখল পেতে আদালতে মামলা করায় এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শওকত হোসেন (৩৪) উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি ৫ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, ইস্তা গ্রামের মৃত আফছার আলীর ছেলে মো. ইরশাদ আলী (৪৫), মিন্টু আলীর ছেলে মো. রাব্বি হোসেন (১৫) ও মো. আহাদ হোসেন (২০), খোরশেদ আলীর ছেলে মো. রাসেল (২৫) ও মো. রাজু (১৮)। লিখিত অভিযোগে শওকত হোসেন জানান, বিবাদী পক্ষ তার চাচাতো ভাই ও ভাইপো। দীর্ঘদিন ধরেই তারা বসতবাড়ির দুই শতক জমি জোরপূর্বক দখল করে আছে। সেই জমি উদ্ধারে তিনি আদালতের শরনাপন্ন হন। আদালত থেকে নোটিশ পেয়েই বিবাদীপক্ষ সদলবলে তার বাড়িতে এসে হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।