নীলফামারীর সৈয়দপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। তিনি ৯ জুলাই মঙ্গলবার সৈয়দপুর উপজেলা ভুমি অফিস পরিদশর্নে আসেন। এ সময় তিনি দাপ্তরিক বিভিন্ন কাজের বিষয়ে খোঁজ খবর নেন। ভুমি সেবা নিতে এসে কোন মানুষ যাতে হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখার পরামর্শ দেন।
এ সময় সাথে ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী,সহকারী কমিশনার ভূমি মোঃ আমিনুল ইসলাম,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহা আলমসহ অনেকে।
মাসিক কার্য তালিকায় পরিদর্শনের নিয়ম অনুযায়ী তিনি সৈয়দপুর উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন সৈয়দপুর পৌছালে তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।