নওগাঁর ধামইরহাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মধুমাস উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় নুরজাহানের শপিং মলে আইএফআইসি ব্যাংক কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।
ব্যাংকের প্রদেয় বিভিন্ন সেবা এবং গ্রাহকদের সুবিধা সমুহ তুলে ধরেন উপশাখা ব্যপস্থাপক স্বাগত ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি অফিসার ফারেস আব্দুল্লাহ, মার্কেটিং এ- সেলস অফিসার রাফিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী সামু প্রসাদ সাহা, সাখাওয় হোসেন সাগর, রঞ্জিত সাহা, জয় সাহা, জাইদুল হোসেন সহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। মধুমাস উৎসবে আম, কাঁঠাল, ন্যাশপাতি, ড্রাগন, পেয়ারা, কলা,আপেল, মালটা লটকন সহ বিভিন্ন প্রজাতির মধু ফল আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।