রাজশাহীর বাঘায় হিজরি নববর্ষ-১৪৪৬ উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই ) বাদ এশা বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঘা প্রেসক্লাবের আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা।
প্রেস ক্লাবের সদস্য আখতার রহমানের সঞ্চালনায় গৌরবময় হিজরি সনের তাৎপর্য ও গুরুত্বসহ সচেনতা বৃদ্ধির লক্ষে হিজরি মাস,দিন তারিখের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন প্রমুখ।
পরে মুসলিম উম্মার সুখ, শান্তি-সম্বৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনজারুল ইসলাম।