কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) বালক গ্রুপে চান্দপুর ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে। সোমবার বিকালে আচমিতা জর্জ ইনস্টিটিউশান মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বাকার ছিদ্দিক।
খেলা পরিচালনা করেন সৈয়দ আহসান হাবিব। খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ট্রাই বেকারে মসূয়াকে পরাজিত করে চান্দপুর ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে। খেলাটি শত শত মানুষ উপভোগ করেছে। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান গোল্ডকাপ তুলে দেন।