জামালপুরে মেলান্দহে ৪ বন্ধু মিলে বন্যার পানি দেখতে এসে সোহলে মিয়া (২০) নামে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল। সোহেল মেলান্দহ পৌরসভার বারইপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। আগামীকাল তার বিয়ের দিনক্ষণ ধার্য্য ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে সোহেলসহ ৪ বন্ধু বন্যার পানি দেখতে গিয়ে পানিতে ঝাপাঝাপি করার একপর্যায়ে সোহেল এবং শিপনকে স্রােতে ভাসিয়ে নেয়। স্থানীয়রা দ্রুত শিপনকে উদ্ধার করতে পারলেও সোহেল নিখোঁজ হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ জানান-খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল তল্লাশি চালিয়ে বিকেল পৌনে ৪টার দিকে মৃতদেহ উদ্ধার করেছে।