ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক দুইজন প্রয়াত শিক্ষকের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় মশাখালী বহুমুখী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধান শিক্ষক মরহুম শামছুল আলম ও সাবেক সহকারী শিক্ষক মরহুম এম এ জলিলের স্মরণে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল বারীর সভাপতিত্বে প্রয়াত শিক্ষকদ্বয়ের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম সালাহ উদ্দিন পলাশ।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম শিবলী ও নিজাম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সারোয়ারুল আলম ও সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।