গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ফাইজ উদ্দিন ফকিরের অবসর জনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধান শিক্ষকের বিগত পঁয়ত্রিশ বছরের কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটেছে।
বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।
সহকারী শিক্ষক মোঃ মনির হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় আবেগঘন বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ফাইজ উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্য রাখেন। পরে ধর্মীয় শিক্ষক মাওলানা সামসুল ইসলামের পরিচালনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সভাপতি ও বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানোর হয়। এ ছাড়া বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন সম্মাননা উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ফাইজ উদ্দিন ফকির বিগত ২০১৫ সালের পহেলা জুলাই এই বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয় পরিচালনা কালীন তিনি ন্যয়-নিষ্ঠ, কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও প্রীতিসিদ্ধ ভালোবাসা দিয়ে সংশ্লিষ্ট সকলের অন্তর জয় করেছিলেন।
এর আগে তিনি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের বাসিন্দা।