গাজীপুরের কাপাসিয়া থেকে কিশোরগঞ্জের নিকলি বেড়াতে গিয়ে সোমবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আলীম পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত পরীক্ষার্থী সাদিকুল ইসলাম (২০)। সে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাওরাইদ গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। সে চলতি বছরের উপজেলার শালদৈ মাদ্রাসার আলীম পরীক্ষার্থী।
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফুর রহমান বলেন, সাদিকুল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে বাইক দুর্ঘটনায় মারা গেছে।
সোমবার ৮ জুলাই বিকাল ৫ টায় কিশোরগঞ্জের নিকলি থেকে কাপাসিয়া ফেরার পথে কুলিয়াচর এলাকার পোড়াদিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতের পিতা বেলায়েত হোসেন জানান, আমার ছেলে আলীম পরীক্ষার্থী। সে সকাল ৭ টার দিকে বাড়ী থেকে বন্ধুদের সাথে নিকলি ঘুরতে যায়। বিকালে নিকলি থেকে তার বন্ধুর সাথে মোটরসাইকেলে কাপাসিয়া ফেরার পথে কুলিয়ারচর উপজেলার পোড়াদিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।