নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় জয় কর নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৭ জুলাই) রাতে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবকের পরিচয় কলমাকান্দা পোদ্দার পট্টি স্নেহা জুয়েলার্সের মালিক ও কলমাকান্দা উপজেলার হিন্দু চকপাড়া গ্রামের ব্রজেন্দ্র কর এর ছেলে জয় কর (২৭)।
তার এই মৃত্যুতে শোকাভিভূত হয়ে মঙলবার সারাদিন কলমাকান্দা সকল জুয়েলারী মালিক সমিতি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, নিহত যুবকের লাশ মর্গে প্রেরণের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।