নীলফামারীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয় নবাগত পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে ওই মতবিনিময় সভার আয়োজন ছিল। ৯ জুলাই আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন।
জেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম,সিনিয়র সহসভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, প্রেসক্লাবের সম্পাদক নুর আলম,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ অনেকে।
বর্তমানে গরু চুরি, মোটরসাইকেল চুরি, মাদক,জাল দলিলে জমি ক্রয় বিক্রয়, কিশোর গ্যাং, আত্মহত্যা,ট্রলির বিচরণ,থাই গেমস জেলার প্রত্যেকটি উপজেলা গ্রাস করেছে। এ বিষয় গুলির দিকে লক্ষ্য রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। এমন কথা ওঠে আসে বিভিন্ন জনের বক্তব্যে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ আমিনুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর জ্যোর্তিময় রায়,সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভীরুল ইসলামসহ অনেকে।
এ সময় পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন বলেন, আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মিথ্যে তথ্য দিয়ে কোন নিরাপরাধ মানুষক অপরাধী সাজানো যাবে না। মাদকের বিরুদ্ধে আমি কোন ধরনের ছাড় দিতে রাজি না। আর আপনারাও মাদক সেবন, ব্যবসায়ির পক্ষে কোন তদবির করতে আসবেন না। জুয়া বন্ধ হবে। কারণ জুয়া একটি পরিবারকে সর্বশান্ত করে দেয়। এক কথায় কোন অপরাধ কাউকে করতে দেয়া হবে না। কেউ যদি অপরাধ করে তার শাস্তি তাকে পেতে হবে। আমি এ জেলায় নতুন এসেছি আপনারা আমাকে সহযোগিতা করবেন এ প্রত্যাশা করছি।