নীলফামারীর সৈয়দপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রবাহ ফাউন্ডেশন। এলাকার তরুন ও প্রবীনরা এ সংগঠনের সাথে জড়িত। ২০০৪ সালে এ সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই সংগঠনের সাথে জড়িতরা নিজ নিজ অর্থ দিয়ে এলাকার সমাজসেবামূলক কাজ করে আসছে।
করোনাকালিন সময় মানুষকে সচেতন করা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, ঝড়ে পড়া শিশুদের স্কুলে ভর্তি, গরীব মেয়ের বিয়েসহ বিভিন্ন কাজ করে আসছে।
৮ জুলাই সংগঠনের অস্থায়ী কার্যালয় রসুলপুরে ছিল সাধারণ সভার আয়োজন। সভাপতির অনুপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলি।
সভায় প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম মানিক। বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা মোঃ তারিকুল আলন আরবি ও বিশেষ অতিথি সাংবাদিক ওবায়দুল ইসলাম।
এছাড়াও বক্তব্য বলেন, সংগঠনের উপদেষ্টা হাফেজ মোঃ শাহাজাদা,সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী,অর্থ সম্পাদক হাফেজ মোঃ ওয়াহেদ আলী আশরাফী, দপ্তর সম্পাদক সাজিদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ এরশাদ হোসেন সনু,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাফর আলী,সদস্য মোক্তার,সোহেল,মহিউদ্দিন,আব্দুর রহমানসহ অনেকে।
পরে দোয়ার মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।
দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়াহেদ আলী।