মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শেরপুরের নালিতাবাড়ীতে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ইসমাইল হোসেন (২৭) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেুেল। শনিবার (৬ জুলাই) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (৫ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার ইসমাইল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।