রংপুরে বর্ণিল আয়োজনে এনটিভি’র জন্মদিন পালিত হয়েছে।
প্রাকৃতিক দূর্যোগ ও প্রবল বর্ষণ উপেক্ষা করে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, কলাকুশলী ও নানা পেশার মানুষজনের প্রাণবন্ত উপস্থিতিতে রংপুর চেম্বার মিলনাতন ভরে যায়।
এনটিভি’র ২২ বছর পর্দাপণ উপলক্ষে আয়োজনে ছিল কেককাটা, আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশ কমিশনার মো মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, ওমর ফারুক, জাতীয় পার্টির হাজী আবদুর রাজ্জাক, রংপুর প্রেসক্লাবের সভাপতি মনাবর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকার, রিপোর্টার্স ক্লাবের শাহ বায়েজিদ আহম্দে, বাংলার চোখ এর চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম, নিউজ ২৪ এর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান ফখরুল শাহিন, সিএনবি নিউজ এর চেয়ারম্যান মিয়া মোহাম্মদ সুজন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, টিসিএর সাধারণ সম্পাদক এসানুল হক সুমন, সাংবাদিক এসএম খলিল বাবু, কবি হায় হাফিজ, আবদুস সালাম, ইরশাদ জামিল তরু, শামসুজ্জামান সোহাগ, বোলাল আহমেদ ছড়াকার এস এম শহীদুল আলম দৈনিক সকালের বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, ঢাকা মেইলের রিপোর্টার রেজাউল করিম জীবন, অনুষ্ঠানটি পরিচলনা এনটিভি’র রংপুর অফিস প্রধান, সিনিয়র করেসপন্ডেন্ট একেএম, মঈনুল হক, তাকে সহযোগীতা করেন এনটিভি’র স্টাফ ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান।