 
		
	রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরের ছবির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকা বাসী। ৫ শিক্ষক কর্মচারী আদালতে রায় প্রাপ্তির পরও তাদেরকে বিদ্যালয়ে পাঠদানের সুযোগ ও বেতন ভাতা না দেয়াসহ নান অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিতে এক নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের মাঠ এখন গো-চারণ ভুমি।
গুটিকতক ছাত্রী এখানে যাওয়া আসা করে। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে চলমান এ পরিস্থিতি নিরসনে শনিবার বড়দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলার আহবানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষানুরাগী হাবিবুর রহমান বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বড়দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, বড়দরগাহ ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলা, সাধারন সম্পাদক আনিছার রহমান, শাহ ইসমাইল গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়ার রহমান লাবলু, গুর্জিপাড়া কেপি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবার রহমান, ও শিক্ষানুরাগী আবদুল হাকিম সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা নুরের ছবি ও তাঁর স্বামী সহকারী শিক্ষক মাহফুজার রহমান ফাইন এর স্বেচ্ছাচারিতা ও ব্যাপক অনিয়মের কারণে বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
টানা বিশ বছর ধরে বড় ভাই আবুল কালাম কে ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্বামী ফাইন মাসাটারকে দাতা সদস্য ও পরিবারের লোকজনকে নিয়ে পকেট কমিটি গঠনের মাধ্যমে নিজের মর্জি মাফিক বিদ্যালয়ে যাওয়া আসা করেন প্রধান শিক্ষিকা। এ ছাড়া আদালতের রায় প্রাপ্তির পরও বিদ্যালয়টির বরখাস্থকৃত ৫ শিক্ষক কর্মচারীকে পাঠ দানের সুযোগ, এমনকি তাদের বেতন ভাতাও দিচ্ছেন না। আদালতের রায় অবমাননার জন্য প্রধান শিক্ষিকাসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানাও জারী হয়েছে। উল্টো প্রতারনার আশ্রয় নিয়ে ওই পদ গুলোর ২ টিতে নতুন নিয়োগ দিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাই বিদ্যালয়টির এ অবস্থা নিরসনে এলাকাবাসীকে সোচ্চার ভুমিকা রাখার আহবান জানানো হয়।