সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ২০১১ সালের ৬জুলাই সংসদ ভবন এলাকায় পুলিশ কর্তৃক নির্যাতনের ১৩ বছর অতিবাহিত হলেও এর বিচার না হওয়ার প্রতিবাদে শনিবার নোয়াখালীর সেনবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেনবাগ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগীসংগঠনের নেতাকমীরা।
শনিবার বেলা ১১ টারদিকে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধকর্মসূচি পালিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবয়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সাবেক সেক্রেটারী শহিদুল আলম, বিএনপি নেতা নুর নবী বাচ্ছু, খোরশেদ আলম পোটন চৌধুরী, জেলা যুবদলে সহ-সভাপতি মহিন উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর নবী রাজু,পৌরসভা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী খোকন, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা শ্রমিক দল সভাপতি বেলাল হোসেন বেলা, হাজ্বী জাফর আহম্মদ,পৌরসভা শ্রমিকদল আহ্বায়ক মহিন উদ্দিন প্রমুখ।
উল্লখ্য ২০১১ সালের ৬জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় তৎকালিন এসি হারুনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সাবেক বিরোধীদলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সসেন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে মারধর করে আহত করে। ওই ঘটনার ১৩ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত এর কোন রকম বিচার না হওয়ায় দলীয় নেতা-কমীরা সেনবাগে অভিযুক্তদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।