কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন কে শনিবার সকাল ১১ টায় নিকলী নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকারম সরদার, দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে গতকাল দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এম.পি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, নিকলীর উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি বলেন, গত বছর ছাতিরচর ও সিংপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। এ ছাড়া এ অঞ্চলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ভিজিডি, ভিজিএফ, সকল প্রাথমিক ও উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এই সরকারের আমলে ব্যপক কাজ চলছে।
তিনি আরো বলেন, এ বছর বন্যার আশাঙ্কা রয়েছে। তবে সমাজের ভিত্তবানরা এগিয়ে আসার আহবান জানান। সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পাপিয়া আক্তার। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুল হক লিটন, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, যুবলীগ নেতা মোঃ আল আমিন, এমপির পিএস খন্দকার ফয়সাল, দামপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।