বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলার পার্টি সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ জুলাই) গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে জেলা কমিটির সভাপতি এ্যাড শাহাদত হোসেন লাকু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শাহীন রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সাঘাটা উপজেলা কমিটির সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি'র সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, ফুলছড়ি শাখার সম্পাদক রানু সরকার প্রমুখ। সঞ্চালনা করেন জেলা সিপিবি'র সহকারি সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী।
কমরেড শাহীন রহমান বলেন, কমিউনিস্ট পার্টির অতীত ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে একটি বিপ্লবী পার্টি গড়ে তুলতে হবে। এটি করতে পারলেই কেবল বর্তমান দু:শাসন হটিয়ে জনগণের সরকার শাসণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।