ফরিদপুরের চর কমলাপুরের বেইগস ভিল রেষ্টুরেন্ট এর হলরুমে নগরকান্দা এম এন একাডেমি -৮৯ ব্যাচের উদ্যোগে ব্যতিক্রমী এক কফি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে এম এন একাডেমি -৮৯ ব্যাচের বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাশেমের আয়োজনে অনুষ্ঠিত এ কফি আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক আবুল কাশেম। বক্তব্য রাখেন এ এফ এম মোসলেহ উদ্দীন সৌরভ, কাজী আবদুস সোবহান,শাহ জালাল সিকদার,সাইফুর রহমান মুকুল, শওকত আলী শরীফ, জাকির হোসেন জাকারিয়া, সমীর কুমার মন্ডল,মোঃ সালাউদ্দীন,কাজী মনিরুজ্জামান,ইয়াহিয়া মুন্সী,আবু তালেব, মোরাদ ঠাকুর, আনন্দ চন্দ্র সরকার,মোস্তাফিজুর রহমান,নুর শাহীন মোল্লা,লিয়াকত হোসেন,আসফিয়া,বাবেয়া,
জিনাত,মুক্তা সহ ৮৯ ব্যাচের বন্ধুরা।
মনোরম এই আড্ডায় উপস্থিত সকল বন্ধুরা ৩৫ বছর পূর্বের স্কুল জীবনের নানা স্মৃতিকথা, অভিজ্ঞতা,
গান,কবিতা,গল্পে, হাসি আনন্দে মুখরিত হয়ে উঠে আড্ডাস্থল ।
পরবর্তী অনুষ্ঠান আগামী ডিসেম্বরে পিকনিক সফলভাবে সম্পন্ন করার জন্য পিকনিক পরিচালনা কমিটি সহ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।
বিকাল চারটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা অবদি চলে এই কফি আড্ডা। কফি আড্ডায় উপস্থিত এম এন একাডেমি -৮৯ ব্যাচের সকল বন্ধুরা খুব খুশি।