নীলফামারীর জলঢাকায় ডাক্তার সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাধারণ জনগন। কোনমতে জোড়া তালি দিয়েই চলছে স্বাস্থ্যসেবা। উপজেলাটিতে প্রায় ৫লক্ষ লোকের বসবাস। সরকারি স্বাস্থ্যকমপ্লেক্স একটি। আর প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে শতশত রোগীরা ভীড় করছে স্বাস্থ্যকমপ্লেক্সে। তাদের স্বাস্থ্যসেবা দিতে হিমসিম খাচ্ছে কর্তব্যরত চিকিৎসকরা। সরেজমিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা যায় আউটডোর ও জরুরী বিভাগে শতশত রোগীর লাইন। এরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায় নির্ধারিত বেডের পাশাপাশি মেঝেতে এবং করিডোরে বিছানা পেতে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। প্রচন্ড গরমে নারী ও শিশুরা আরও অসুস্থ হয়ে পড়ছে চিকিৎসা নিতে এসে এমন দাবী করছেন রোগীর স্বজনরা। পুরুষ ওয়ার্ডের আনিছুর, আরিফুল তারা জানায় এখানে ডাক্তার কম থাকায় চিকিৎসা ঠিকমত পাঁচ্ছি না তারা আরোও জানায় বৃহস্পতিবার ভর্তি হয়েছি একদিন শুধু ডাক্তার এসেছিল আর এখনোও কোন ডাক্তার আসেননি। মালেক, সিরাজুল ও বিশ্বনাথ জানান, আমরা গত কয়েকদিন থেকে চিকিৎসা নিতে এসেছি কিন্তু বেডের সংকটের কারণে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা ২০ মাসের কন্যাশিশু নিয়ে আসা সুমাইয়া আক্তার বলেন বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে এখানে এসেছি কিন্তু বেড না পেয়ে করিডোরের মেঝেতে কোলের শিশুকে চিকিৎসা করাচ্ছি।
তিনি আরও জানান নিয়মিত ডাক্তাদের দেখা পাঁচ্ছি না। সিনিয়র ষ্টাফ নার্স সুমন ইসলাম বলেন এখানে ডাক্তার সংকন আছে কিন্তু আমরা চেষ্টা করছি নিয়মিত সেবা অব্যহত রাখতে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আমির আযম জানান, এখানে রোগীর চাপ অনেক বেশি চিকিৎসক সংকটের কারণে মাঝে মাঝে ডিপ্লোমা ডাক্তার দিয়েও স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। চলতি বছরের জানুয়ারী/২০২৪ থেকে মে পর্যন্ত স্বাস্থ্যকমপ্লেক্সেটিতে আউটডোরে চিকিৎসাসেবা নিয়েছে ৭১ হাজার ২১০জন। জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিয়েছেন ২৭ হাজার ৭৩৮জন। ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯ হাজার ৪৫৯জন। যা আতকে উঠার মত বলছেন কেউ কেউ। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে পাওয়া তথ্যে জানা যায় ১৯৬৮ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্যকমপ্লেক্সটি। পরবর্তীতে ২০১১ সালে ৫০ শয্যা উন্নত করা হয়। মঞ্জুরীকৃত জনবল না দিয়ে ২০১৮ সালে ৫০ শয্যা উন্নত করনে স্বাস্থ্যকমপ্লেক্সটি স্বীকৃতি লাভ করে। অদ্যাবধি মঞ্জুরীকৃত জনবল হাসপাতালটিতে দেওয়া হয়নি। যার ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে পারছেন না। এমনটি মন্তব্য করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ.এইচ.এম রেজওয়ানুল কবির। তিনি আরও বলেন আমি ২০২০ সালে এখানে যোগদান করি। হাসপাতালটিতে ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ স্বাভাবিক থাকায় রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। সেই তুলনায় আমাদের মঞ্জুরীকৃত জনবল না থাকায় স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমসিম খাচ্ছি। হাসপাতালটিতে রোগীদের জন্য পরীক্ষা নিরিক্ষার ব্যবহৃত আলট্রা সনোগ্রাম মেশিনটি জনবল সংকটের কারণে তা নিয়মিত ব্যবহার করা যাচ্ছে না।
তার দেওয়া তথ্যে দেখা যায় মঞ্জুরীকৃত পদের মধ্যে ১ম শ্রেণির ডাক্তার ৩৩জন স্থলে রয়েছে ১১ জন। ২য় শ্রেনির ৩৪ জনের স্থলে রয়েছে ৩৩জন ৩য় শ্রেণির ১০৪ জনের স্থলে ৫৮ জন রয়েছে ৪র্থ শ্রেণির ২৮জনের স্থলে রয়েছে ১৫জন। মোট মঞ্জুরীকৃত পদ ১৯৯ কর্মরত রয়েছে ১১৯ শুন্য রয়েছে এখনো ৮০জন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ডাক্তার সেখানেই শুন্য পদ রয়েছে ২২জনের। দ্রুত জনবল সংকট নিরসন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের দাবী উঠেছে উপজেলা জুড়ে।