বিরলে বৈরাগীপাড়া-বালান্দোর গ্রামের যাতায়াতের সড়ক তলিয়ে গেছে। এই সড়কের আশপাশের প্রায় ১৫০ একর আবাদি জমিতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অথচ ইতঃপূর্বে এখানকার পানি সড়কে অবস্থিত ২ টি কালভার্ট দিয়ে পার্শ্ববর্তী নদীতে যাওয়ায় বাপণ্ডদাদার আমলেও কেউ এধরণের জলাবদ্ধতা দেখেনি। কালভার্ট ২ টির পানি নিষ্কাশনের নালা মাটি কেটে ভরাট করায় টানা বৃষ্টিপাতে এ জলাবদ্ধতায় ভোগান্তিতে পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছে বৈরাগীপাড়া-বালান্দোর গ্রামবাসী।
উপজেলা নির্বাহী অফিসার এর নিকট দায়েরকৃত অভিযোগে গ্রামবাসী জানান, বৈরাগীপাড়া-বালান্দোর গ্রামের যোগাযোগ এর জন্য একটি কাঁচা সড়ক রয়েছে আর এই সড়কে বালান্দোর মৌজার মধ্যভাগে পাশাপাশি দুইটি কালভার্ট রয়েছে যা বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ফলে চাষাবাদের সুবিধা হয়। ওই কালভার্ট দুইটির পানি নিচু জলাশয়/নালা দিয়ে প্রবাহিত হয়ে নদীতে চলে যায় এবং জলাশয়ের উভয় পাশে উঁচু জমি ও বসতবাড়ী রয়েছে। বালান্দোর গ্রামের মৃত উসমান আলী ওরফে মাটিয়া এর ছেলে নুর জামান ও নুর ইসলাম নিচু জলাশয়ের মাটি কেটে বাঁধ নির্মাণকালে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদের এচয়ারম্যানকে বিষয়টি জানালে তৎক্ষণাৎ তিনি গ্রাম পুলিশ প্রেরণ করে বাঁধ নির্মাণ কাজ বন্ধ করতে বললেও কোন তোয়াক্কা না করে বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যান। ওই জলাশয় দিয়ে পানি প্রবাহিত না হলে প্রায় ১৫০/২০০ একর আবাদি জমির ভ্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দেয়ায় বাঁধ ভেঙ্গে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গ্রাম বাসী আবেদন জানান। গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টিপাতে ওই এলাকার প্রায় ১৫০ একর জমি পানির নীচে তলিয়ে গিয়ে ব্যাপক জলবদ্ধতাসহ বৈরাগীপাড়া-বালান্দোর গ্রামের যাতায়াতের কাঁচা সড়কটি প্রায় ২০০ মিটার এলাকা জলাবদ্ধ হয়ে পরে। বাঁধ ভেঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্নের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।