কালীগঞ্জে নদণ্ডনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি বৃদ্ধির ফলে এলাকায় খাল-বিল ও নিম্নাঞ্চলে নতুন পানিতে টইটম্বুর হচ্ছে। নতুন এই পানিতে ছুটে আসছে নানা প্রজাতির মাছ। পানি বৃদ্ধির এই মৌসুমে পাল্লা দিয়ে বেড়েছে মাছ ধরার ফাঁদ বিক্রি। কালীগঞ্জ উপজেলা শহর, বারোবাজার, কোলা বাজার, গাজির বাজারসহ গ্রামাঞ্চলের বিভিন্ন হাট-বাজার গুলোতে বিক্রি শুর হয়েছে মাছ ধরার দেশি বিভিন্ন সরঞ্জাম। এসব হাটে পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় করা হয় মাছ ধরার ফাঁদ গুলো।
ক্রেতাদের বলছেন কয়েকদিনের টানা বৃষ্টিতে খাল-বিলসহ বাড়ির আশে পাশের ছোট-বড় জলাশয়ে নতুন পানিতে ভোরে গেছে। একই সঙ্গে নিম্নাঞ্চলেও পানিতে ডুবে যাচ্ছে। এ সময় নদীসহ বিভিন্ন পুকুরের মাছ ছুটে প্রবেশ করছে খাল-বিলসহ জলাশয়ে। মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব চাইঁ,খলসুনি,পলো, ঠুলি,লাবানি, দুড়ে, ধুন্দী দিয়ে (মাছ ধরার ফাঁদ) সহজেই মাছ ধরা যায়। বছরের এই সময়টা মাছ ধরার এই ফাঁদ বেশি কেনা-বেচা হয়। এই মৌসুমে কেনা একেকটি বাঁশের মাছ ধরার ফাঁদ প্রায় ২/৩বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
বৃষ্টিতে এলাকার বিভিন্ন স্থানের ডোবা ও খাল-বিল পানিতে ভোরে গেছে। এই সময় তেমন কোন কাজ থাকে না। জীবন-জীবিকার জন্য কাজকর্ম না থাকায় এ সময় বেছে নেয়া হয় অন্য পেশা। মাছ ধরার একপ্রকার যন্ত্র, চাইঁ, খলসুনি ও ধুন্দী এর চাহিদা বেড়েছে। স্থানীয় হাট থেকে এই যন্ত্রগুলো ক্রয় করে মাছ ধরার কাজে ব্যবহার শুরু করেছে।মাছ ধরার যন্ত্র তৈরি করা কারিগররা বলেন, প্রথমে বাঁশ কাটা, শলাকা তৈরি। পরে সেগুলো শুকিয়ে নেয়া হয় হালকা রোদে। পচানো তালের ডাগুরের আঁশ দিয়ে খিল বান দেয়া হয়। এসব কাজে গৃহবধু থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যরাও সহায়তা করে থাকে। এই ফাঁদ বোনার কাজে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন তারা। এ ফাঁদ দিয়ে চিংড়ি,পুঁটি, ঝিয়া,মায়া, ট্যাংরা,খোলসে,চ্যাংক,টাকিসহ নানা ধরনের মাছ শিকার করা হয়। এতে খাবারের জন্য বাজার থেকে মাছ কিনতে হয় না অনেকেরই আবার অনেকে মাছ ধোরে বাজারে বিক্রি করছে।ফাঁদ তৈরির কারিগররা জানান, একটি বাঁশের দাম ২৫০-৩০০ টাকা। একটি বাঁশ থেকে কমপক্ষে ৬-৭টা মাছ ধরার যন্ত্র তৈরি করা যায়। একটি তৈরি করতে তিন থেকে চার দিনের মতো সময় লাগে। বর্ষার পানিতে প্রতিদিন নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে জীবন-জীবিকার জন্য অভাবীরা এ সময় বেছে নেয় অন্য পেশা। মাছ ধরার একপ্রকার যন্ত্র যার নাম লাবানি। আবার কেউ কেউ স্থানীয় ভাষায় ধুন্দী বা চাঁই বলে থাকে। যাই যে নামেই ডাকুক না কেন মাছ সেই যন্ত্র তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন এ এলাকার হাজার হাজার মানুষ।
কালীগঞ্জ উপজেলার গ্রামের নারী-পুরুষ ও শিশুরা ব্যস্ত হয়ে পড়েন বাঁশের তৈরি মাছ ধরার বিশেষ এক ধরনের ফাঁদ বানানোর কাজে। স্থানীয় ভাবে এর নাম খলসানি হলেও কোথাও কোথাও চাঁই বা ঢেউল নামেও পরিচিত এই যন্ত্রটি। জৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত বিক্রি থেকে যা আয় হয় তা দিয়ে আনন্দে দিন কাটে তাদের। একসময় জেলার বিভিন্ন খাল-বিল, নদী-নালা, পুকুর ও ধান ক্ষেত পানিতে পরিপূর্ণ থাকায় বাশের তৈরি মাছ ধরার এই বিশেষ ধরনের যন্ত্র ব্যাপক চাহিদা থাকলেও এখন আর সে অবস্থায় নেই। সে স্থান দখল করে নিয়েছে আধুনিক প্রযুক্তির কারেন্ট জাল। প্রায় ১৪ বছর থেকে এই উপকরণ তৈরী ও বিক্রি করেন কৃষ্ণ রায়। তার সাথে কথা হলে তিনি বলেন ‘আগের মতো তো আর বাঁশের উপকরণের বিক্রি নাই। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, তারা প্লাস্টিকের জিনিসপাতি ব্যবহার করেন। তবে বর্ষাকাল আসলে একটু বেশি মাছ ধরার উপকরণ বিক্রি হয়। একেকটি উপকরণ বিক্রি করে আকার ভেদে একশ থেকে এক হাজার টাকা পর্যন্ত লাভ হয়। তবে আগের চেয়ে এসবে লাভ কমে গেছে শুধু বাপণ্ডদাদার জন্য অনেকেই এখন এসব উপকরণ তৈরী ও বিক্রি করে।পানির মধ্যে এই যন্ত্রটি রেখে দেওয়া হয়। চলাচলের সময় ছোট ছোট মাছ গুলো বাঁশের তৈরি এই ফাঁদের ভিতরে আটকা পড়ে। কালীগঞ্জ শহরের থানার পাশে ও নিমতলা এলাকায় মাছ ধরার কয়েক প্রকার এসব উপকরণ নিয়ে বসে আছে কারিগরেরা। পেশাদার ও সৌখিন মাছ শিকারীদের আনাগোনায় জমে উঠেছে এই বাজার। একেকটি উপকরন বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।