পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো লিজেন্ড ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা। গত শুক্রবার (৫ জুলাই) বিকেলে সরকারি আরসিএন এ- বিএসএন মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ বালুচরে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে ঈশ্বরদী সোনালী অতীত ক্লাব ও চাটমোহর সোনীলী অতীত ক্লাব। প্রীতি এই ম্যাচে ঈশ্বরদী সোনালী অতীত ক্লাব ৫-১ গোলে চাটমোহর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।
বিকেলে ম্যাচের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হাসনায়েন রাসেল। এ সময় ভাঙ্গুড়া পৌরসভার মেয়র আজাদ খান,চাটমোহরের হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। আলেয়া ফাউন্ডেশনের সহায়তায় খেলার আয়োজন করেন চাটমোহরের প্রবীণ ফুটবলার আঃ বারী গুরু,হেলাল সরকার ও রবিউল করিম রবি।
প্রবীণ ফুটবলারদের ক্রীড়া নৈপূণ্য দেখতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে আশাতীত দর্শকের সমাগম ঘটে বালুচর খেলার মাঠে।