জেলার আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শনিবার সকালে উপজেলা সদরের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদারের ১৭১ তম জন্ম ও ৯০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে ভেগাই হালদারের সমাধী মন্দিরে তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক অধ্যাপক রনজিত বাড়ৈ খোকন, প্রধানশিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছর ২১ আষাঢ় ক্ষণজন্মা ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।