জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পশ্চিম পাড়ার মৃত আঃ খালেকের ছেলে সুলতান মিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তাসহ ২৯টি মেহগনি গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে রাস্তার পাশে আরও একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী তেঁতুল গাছ সেটিও কাঁটার পায়তারা করছে বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে এলাকাবাসী সুলতান মিয়ার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেন। তিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকারিয়া মাহমুদ ও একজন সার্ভেয়ারের উপস্থিতিতে সরকারি ম্যাপ অনুযায়ী রাস্তা মেপে চিহ্নিত করণের তাগিদ দেন। সেই সাথে কর্তনকৃত গাছসহ তেঁতুল গাছটির অবস্থান নির্ণয় করে তার প্রতিবেদন দাখিলের জন্য ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েলকে নির্দেশ দেন। এলাকাবাসী এহেন পরিস্থিতির স্থায়ী সমাধান চায়।
স্থানীয়রা জানায়, সুলতান মিয়া ও তার অনুসারীরা বেশ কিছুদিন আগে থেকেই মাটিয়াজানি পশ্চিম পাড়া বঙ্গবন্ধু তেঁতুলতলা চত্বরের তেঁতুল গাছটি কাঁটার জন্য রাতের অন্ধকারে ভাড়াটে লোক নিয়ে অপতৎপরতা চালায়। পরে স্থানীয় উদ্যোগে তেঁতুল গাছটি রক্ষার্থে চারদিক পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এরপর সুলতান মিয়া সুযোগ বুঝে এক রাতে তেঁতুল গাছটি বিনষ্ট করার জন্য তাতে আগুন ধরিয়ে দেয়। তখনও এলাকাবাসী জড়ো হয়ে আগুন নেভায়। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম গত বছরের ৭ মার্চ সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৯ মার্চ জেলা প্রশাসক, জামালপুর বরাবর লিখিত অভিযোগ দেন। পাশাপাশি মহাদান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার জুলহাস উদ্দিন বিগত ২৪ জুলাই/২৩ সরিষাবাড়ী থানায় একটি জিডিও করেছেন। জিডি নং- ১১৯৫। এর পরিপ্রেক্ষিতে সুলতান মিয়া তার আমেরিকা প্রবাসী বোন খালেদার টাকার জোরে মা রওশনারা বেগমকে বাদী করে গত বছরের ৬ আগস্ট সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও ১২ জন নামীয় এবং ১০/১২ জন অজ্ঞাতনামাসহ সর্বমোট ২৪ জনকে আসামি করা হয়। এ ছাড়া সম্প্রতি সুলতান মিয়া মাটিয়াজানি-ফুলদহ রাস্তা ও বঙ্গবন্ধু তেঁতুলতলা চত্বর-আব্দুল হাই-এর বাড়ির রাস্তার অন্তত ৩০ টি গাছ ও রাস্তা কেটেছে মর্মে স্থানীয়রা গত ২ এপ্রিল সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ইউএনও শারমিন আক্তার সরেজমিন পরিদর্শন করেন। এ বিষয়ে জানতে সুলতান মিয়ার বাড়িতে গেলে তিনি গাছ ও রাস্তা কাঁটার বিষয়টি স্বীকার করেছেন। কারণ জানতে চাইলে তিনি জানান, ওই রাস্তা দুটি তাদের জমির মধ্যে। তাই রাস্তা ও গাছ কেটেছেন। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জুলহাস উদ্দিন জানান, সুলতান মিয়া সরকারি রাস্তা ও রাস্তার গাছ কেটে শাস্তিযোগ্য অপরাধ করেছে। মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে নানা সমস্যা তুলে ধরেন। সেই সাথে তিনি ইউএনও’র নিকট সমাধানকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। ইউপি চেয়্যারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, জেলা প্রশাসকের নির্দেশে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা একবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমানকে রাস্তা মেপে দেখার জন্য পাঠিয়েছিলেন। সেসময় সার্ভেয়ার মেপে দেখেন তেঁতুল গাছসহ অন্যান্য গাছপালা রাস্তার মধ্যে রয়েছে। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সকলের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানকে উপর্যুক্ত দায়িত্ব দেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মহাদান ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড মেম্বার ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।