ঘুমন্ত এক নারীর (৩২) ছবি তুলে তার প্রবাসী স্বামীর কাছে চাঁদা দাবির অভিযোগে চার বখাটে যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চার বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), হৃদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শংকর চন্দ্র দাস (৩০)।
ভূক্তভোগী নারীর বরাত দিয়ে ওসি আরও জানিয়েছেন, গত ১ জুলাই রাতে প্রবাসীর স্ত্রী ওই নারী তার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের জানালা দিয়ে মোবাইল ফোনে বখাটেরা ওই নারীর ব্যক্তিগত ছবি তোলেন। পরবর্তীতে হাসান ঢালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ছবি পাঠায়। এজন্য তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তার স্ত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে।
সূত্রে আরও জানা গেছে, ঘটনার পরেরদিন সন্ধ্যায় ভূক্তভোগী নারী মেহেন্দীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেন। এরপর গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ মিলেছে।