ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া গ্রামের ফিরোজ খার পরিবারকে জোরজবরদস্তি মাধমে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।অভিযোগে বলা হয় বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে কোনকিছু বুঝ উঠার আগেই পাশ্ববতী বাড়ির রহমত আলী এবং রহমত আলীর ছেলে জুনায়েদসহ ৬/৭জন কামালমোড়া গ্রামের ফিরোজ খা এবং তার স্ত্রীকে অতর্কিত হামলা করে ব্যাপক মারপিট করে আহত করে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া গ্রামের ফিরোজ খা বলেন,৩০ জুন বিকালে আমি ভাত খেতে বসার সময় বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের রহমত আলী এবং রহমত আলীর ছেলে জুনায়েদ কামালমোড়া গ্রামের ফিরোজ খা এবং তার স্ত্রীকে অতর্কিত হামলা করে ব্যাপক মারপিট করে আহত করে।এতে ফিরোজ খার স্ত্রী মিনারা বেগম গুরুতর আহত হয়্॥ঘটনাটি ঘটেছে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড়া গ্রামের ফিরোজ খার বাড়িতে গত ৩০জুন বিকাল তিনটায়।
মিনারা বেগম বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। ফিরোজ খা জানান,ভুমি দস্যু রহমত আালী এবং গংদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। ফিরোজ খার স্ত্রী ফোনে জানান,রহমত আলী এবং তার ছেলে জুনায়েদ সন্ত্রাসী কায়দায় আমাকে আমার স্বামীকে মারধর করে আমার বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে।আমি এর সুষ্ঠূ তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট বিচার চাই।বিজয়নগর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোনে বলেন,এ বিষয়ে অভিযোগ পেয়েছি।তদ্সক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।